পুজোর ছুটির মধ্যেই অনলাইন ক্লাস: নির্দেশ দিল শিক্ষা সংসদ! কবে থেকে হবে দেখে নাও
Puja Vacation Online Class: পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) পুজোর ছুটির মধ্যেই ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাস চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। এই নির্দেশনার লক্ষ্য শিক্ষার্থীদের পড়াশোনায় কোনো ব্যাঘাত না ঘটে এবং তারা দ্বিতীয় সেমিস্টারের জন্য আগেভাগেই প্রস্তুতি নিতে পারে। আজকের এই প্রতিবেদন থেকে শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সব নির্দেশনা জানা যাবে। এছাড়াও অফিশিয়াল বিজ্ঞপ্তির PDF ডাউনলোড লিঙ্কও শেষে পেয়ে যাবেন।
পুজোর ছুটিতে অনলাইন ক্লাসের নির্দেশ (WBCHSE) :
এ বছর থেকেই একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য নতুন সেমিস্টার পদ্ধতি চালু হয়েছে। প্রথম সেমিস্টারের পরীক্ষা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং দ্বিতীয় সেমিস্টার শুরু হয়েছে। এরই মধ্যে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা “Taruner Swapna Scheme”-এর অধীনে ১০,০০০ টাকা পেয়ে ট্যাব বা স্মার্টফোন কিনেছে, যাতে অনলাইন ক্লাস করার কোনো অসুবিধা না হয়।
প্রথম সেমিস্টারটি ছিল মাল্টিপল চয়েস প্রশ্ন (MCQ) ফরম্যাটে, কিন্তু দ্বিতীয় সেমিস্টারে থাকবে লেখা পরীক্ষা, যা হবে নতুন প্যাটার্নে। তাই শিক্ষা সংসদ চাইছে যে, ছাত্রছাত্রীরা এখন থেকেই পড়াশোনায় মনোযোগ দিক, যাতে সিলেবাস সম্পূর্ণ করতে ভবিষ্যতে কোনো অসুবিধা না হয়।
কী বলা হয়েছে সংসদের বিজ্ঞপ্তিতে?
সংসদের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২১শে অক্টোবর থেকে ৩০শে অক্টোবর পর্যন্ত, লক্ষ্মী পুজোর পর থেকে দীপাবলীর আগের সময়ে, সম্ভব হলে শিক্ষকদের সঙ্গে আলোচনা করে শিক্ষার্থীরা অনলাইনে ক্লাস করতে পারবে। স্কুলের প্রধান শিক্ষকদের এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
দ্বিতীয় সেমিস্টারের প্রস্তুতি :
দ্বিতীয় সেমিস্টারের পড়াশোনায় যাতে কোনো অসুবিধা না হয়, সেই লক্ষ্যেই এই নির্দেশনা জারি করা হয়েছে। শিক্ষার্থীদের সেমিস্টার পরীক্ষার জন্য প্রয়োজনীয় সাজেশন নোট ও অন্যান্য উপকরণও দেওয়া হবে। পরীক্ষা ও প্রস্তুতির সব ধরনের আপডেট সময়মতো জানানো হবে।
অফিশিয়াল বিজ্ঞপ্তি PDF ডাউনলোড করুন:
প্রয়োজনীয় নির্দেশাবলী ও তারিখসহ অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে নিচের লিঙ্কে ক্লিক করুন। অফিশিয়াল বিজ্ঞপ্তির PDF ডাউনলোড করে আরো বিস্তারিত জানতে পারবেন।
অফিশিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে নিনNo: L/PR/382/2024 | Download PDF |
Notification Regarding Online Classes of Semester ll Attention: All HOls. Teachers. Students. Guardians and Stakeholders This is for information to all concemed that the classes of Semester II may be conducted on online mode w.e.f. 21/10/2024 to 30/10/2024 on the basis of mutual understanding between teachers and students. HOIs are requested to take necessary measures accordingly. All concemed are requested to extend co-operation so that loss of academic days of Semester II may be minimized. |
সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে, যাতে দ্বিতীয় সেমিস্টারের জন্য পড়াশোনার ক্ষতি না হয় এবং শিক্ষার্থীরা সঠিকভাবে প্রস্তুতি নিতে পারে।
পুজোর ছুটির মধ্যেই অনলাইন ক্লাস: নির্দেশ দিল শিক্ষা সংসদ! কবে থেকে হবে দেখে নাও
এই “পুজোর ছুটির মধ্যেই অনলাইন ক্লাস: নির্দেশ দিল শিক্ষা সংসদ! কবে থেকে হবে দেখে নাও” পোস্টটি থেকে যদি আপনার লাভ হয় তাহলে আমাদের পরিশ্রম সফল হবে। এছাড়াও পশ্চিমবঙ্গ বোর্ডের সিলেবাস অনুযায়ী সমস্ত শ্রেণীর প্রতিটি অধ্যায় অনুশীলন, বিভিন্ন চাকরির পরীক্ষার গাইডেন্স ও চারীর খবর বা শিক্ষামূলক খবর জানতে আমাদের এই Porasuna.in ওয়েবসাইটি দেখুন, ধন্যবাদ।